বিসিসির উদ্যোগে নগরীর ১২৩ জন অসহায় ও দরিদ্র’র মাঝে ১৭ লাখ ৩৫ হাজার টাকা প্রদান

বরিশাল নগরীর ১২৩ জন অসহায় ও দরিদ্র’র মাঝে ১৭ লাখ ৩৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলে বরিশাল সিটি কর্পোরেশনের এ্যানেক্স ভবনে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে বিসিসির ভারপ্রাপ্ত সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ বিসিসি কর্তৃক প্রদানকৃত সহায়তার চেক অসহায়দের হাতে তুলে দেন। এসময় সুবিধাভোগী দরিদ্র মানুষের পাশাপাশি বরিশাল সিটি কর্পোরেশনের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিসিসি’র জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।